আজ
|| ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
পিরোজপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে প্রেস ব্রিফিং ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৫
মো. বাবুল শেখ, পিরোজপুর : নারী ও কন্যাশিশুর প্রতি অনলাইন ও অফলাইন—সব ধরনের সহিংসতা বন্ধে শূন্য সহনশীলতা প্রতিষ্ঠা এবং প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে পিরোজপুরে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় পিরোজপুর প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহার আজ নারীর প্রতি সহিংসতার নতুন মাত্রা যোগ করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় ভুক্তভোগীর কণ্ঠস্বরকে কেন্দ্র করে কার্যকর নীতি ও কর্মসূচি গ্রহণ জরুরি।
বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ও রাষ্ট্রীয় পর্যায়ে সুসমন্বিত উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পুরুষ ও ছেলেশিশুকে পরিবর্তনের অংশীদার হিসেবে যুক্ত করে ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান বলেন, প্রযুক্তিনির্ভর সহিংসতা দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা জোরদার করা প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে পিরোজপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক খেলাফত হোসেন খসরু সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ জন সমাজকর্মীকে সনদপত্র প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মোঃ জিয়াউল আহসান।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.