• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমানের প্রত্যাবর্তন, সাতটি ট্রেন ভাড়া নিচ্ছে বিএনপি সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসেম্বরে ১৭ দিনেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার সংসারে ভাঙন আর হুমকি-সাইবার বুলিংয়ে বিষণ্নতায় ভুগছিলেন জান্নাতারা রুমী জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব দেয়নি: প্রধান বিচারপতি দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে: বাবর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, গায়েবানা জানাজা শুক্রবার তারেক রহমানের ফিরে আসা স্মরণীয় করে রাখার উদ্যোগ

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

প্রভাত ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। অধিকাংশ প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবের ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনসহ সব সদস্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জানানো যাচ্ছে যে, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’-এর সব সভাপতি পদপ্রার্থী, একজন বাদে সব সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্যকারণবশতঃ নির্বাচন স্থগিত করার লিখিত আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনাসাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িককালের জন্য স্থগিত ঘোষণা করছে। নির্বাচনের পরবর্তী পদক্ষেপ যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদ কামাল যা বললেন

এদিকে নির্বাচনে একটি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, তিনি প্রার্থী হওয়ায় মূলত নির্বাচন স্থগিত হয়ে গেছে।
তিনি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, “নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি প্রার্থী হয়েছি বলেই কি ‘আমরা আর মামুরা’ পদ্ধতির হিসাব মিলছিল না? প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তো আমার জন্য লোভনীয় কোনো পদ নয়। আমাকে বললেই হতো, আমি সরে যেতাম। অন্তত নির্বাচনটা হতো, ক্লাবের সদস্যরা একটা নির্বাচিত কমিটি পেত।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও