আজ
|| ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, গায়েবানা জানাজা শুক্রবার
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৫
প্রভাত রিপোর্ট: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা, জননিরাপত্তার অবনতি এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি। মিছিল শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কুশপুত্তলিকা দাহ করে তারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার রাজধানীর শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি টিএসসি হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ফের টিএসিতে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।
মিছিলে ‘সচিবালয় না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘হাদিরা মরে না, জুলাই হারে না, ‘জনগণের ভয় নাই’, ‘রাজপথ ছাড়ি নাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আমার ভাইরে ফেরায় দে, নাইলে গদি চাইড়া দে’, ‘জাহাঙ্গীর তুই জবাব দে, রুমি মরলো কেন’, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই হবে এক সঙ্গে’, মিটিং করে জাহাঙ্গীরকে, রক্ষা করা যাবে না’, নানান স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বিক্ষোভে সংগঠনটির জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, “হাদিকে হত্যাকারীদের অবশ্যই গ্রেফতার করা হবে। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে, তবে তা জাহাঙ্গীরের হাত দিয়ে নয়। আমরা জাহাঙ্গীরের কাছে গ্রেফতারের কোনও দাবি জানাচ্ছি না। কারণ তিনি এই পদে বসারই অযোগ্য। দায়িত্বজ্ঞানহীন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনও দাবি জানানো যায় না।তিনি বলেন, “আগামীকাল শুক্রবার বাদে আসর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা আদায় করা হবে। জাহাঙ্গীরকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মুক্তির যে চেষ্টা করা হয়েছিল, ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আল্টিমেটাম যারা দিয়েছে তাদের কোনও খোঁজ-খবর নেই।”
Copyright © 2025 প্রভাত. All rights reserved.