মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাঘাজোড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ওবায়দুল্লাহ শেখ (৪০) নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওবায়দুল্লাহ শেখ উপজেলার বাঘাজোড়া গ্রামের মৃত বেলায়েত শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে একই গ্রামের হাবিবুর শেখের পুত্র মাহাবুর শেখ (৪৫) ও তার স্ত্রী বিজলী বেগম (৩৫) পূর্ব শত্রুতার জেরে ওবায়দুল্লাহ শেখের বসতঘরের পাশে রাখা প্লাস্টিকের পাইপ ও কাঠের ইস্তুপে আগুন ধরিয়ে দেয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে।আগুন লাগানোর দৃশ্য স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উপস্থিত স্থানীয় লোকজনের সহযোগিতায় অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এনে নেভানো হয়। এতে ভুক্তভোগী পরিবার বড় ধরনের প্রাণহানির ঝুঁকিতে পড়ে।
ওবায়দুল্লাহ শেখ অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর আগেও অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। পাশাপাশি তারা দা, লাঠি ও সাবল নিয়ে চলাফেরা করে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে খুন ও জখমের হুমকি দিয়ে আসছে। এতে তার ও তার পরিবারের জীবন বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে তিনি জানান।
ভুক্তভোগী ওবায়দুল্লাহ শেখ বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং আমার পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক।
এবিষয়ে অভিযুক্ত মাহাবুর শেখ বাড়ি না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বিজলী বেগম মুঠোফোনে জানান, এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-ওর-রশিদ হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।