মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সেনানীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ৮টায় পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ প্যারেড অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন। সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুর কবীর, পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল হাই সরকার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম এবং জামায়াতে ইসলামের সাবেক আমির বাবলুর রহমান, বাবলুর রশিদ প্রমুখ।