• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হোমনায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৫ যুবক আটক হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা ‘নির্বাচনি মাঠে কেউ বাড়াবাড়ি করছে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত’ ঢাকায় মেট্রোরেলের পরিসর আরও বাড়ানো হবে : জামায়াত আমির মির্জা আব্বাস দেশের ‘এক নম্বর ক্রিমিনাল’: নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সঙ্গে ধোঁকাবাজি: সালাহউদ্দিন আহমদ নির্বাচনে জরুরি পরিস্থিতিতে প্রস্তুত বিজিবির ডগ স্কোয়াড-হেলিকপ্টার সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা আগামীকাল থেকে ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি অন্তর্বর্তী সরকার কেন বিচার বিভাগকে পঙ্গু করে রেখেছে: এ কে আজাদ

সরকারকে অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: জাতিসংঘের বিশেষ দূত

প্রভাত রিপোর্ট / ৯৪ বার
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাতিসংঘের বিশেষ দূত আইরিন খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করতে চায়, তবে তাদের অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইরিন খান বলেন, ‘শরীফ ওসমান হাদিকে দিনদুপুরে হত্যা করা হয়েছে যা ফলে আমাদের সবার মধ্যে একটি ভীতি সৃষ্টি হয়েছে।
এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সাম্প্রতিক হামলা। এই ঘটনাগুলোর মূল উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমকে ভয় দেখানো। সরকারকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে নেপথ্যের দায়ীদের খুঁজে বের করতে হবে। একইসঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এসব একটি উসকানি এবং এই উসকানির পেছনে আসলে কারা রয়েছে তা তদন্ত করে প্রকাশ করার দায়িত্ব সরকারের। জনগণের ক্ষোভকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে যেভাবে ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর হামলা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এর মাধ্যমে গণমাধ্যমে কর্মরত সবাইকে ভীত করে তোলার চেষ্টা করা হয়েছে।’
জাতিসংঘ দূত বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি সুষ্ঠু, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করতে চায়, তবে তাদের অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও