প্রভাত সংবাদদাতা, কুমিল্লা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টায় তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. নুরুল আমিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের আরও বলেন, এই নির্বাচন তিনটি দিক থেকে ব্যতিক্রমধর্মী। এক—এ নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। দুই—এ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন—যারা রাইটিস্ট এবং ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারা সবাই আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির আরও বলেন, একদিকে রয়েছে দুই-একটি দল ও কিছু মানুষ, অপরদিকে রয়েছে সারা বাংলাদেশ। তাই একটি ঐতিহাসিক ও ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা বলেছিল নির্বাচন হবে না—তাদের ষড়যন্ত্র আজ প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি, নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, আর জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তিনি বলেন, শেখ হাসিনা পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরবর্তীতে এদেশে যারা লুটপাট, চাঁদাবাজি, দখলদারি করেছে তাদেরকে এদেশের জনগণ আর দেখতে চায় না। এদেশের জনগণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। জনগণের প্রত্যাশা এবারের নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও দলটির কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মো. মাহফুজুর রহমান, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।