প্রভাত রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগ দেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাহিদ ইসলাম।
দলটিতে মুখপাত্রের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের বিষয়ে তিনি বলেন, এনসিপির যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের জিতিয়ে সংসদে নিয়ে যাওয়ার জন্য তিনি (আসিফ মাহমুদ) কাজ করবেন। সেজন্য তাকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজেও নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি এই সময় জুলাই অভ্যুত্থানের শক্তিকে একসঙ্গে রাখা গুরুত্বপূর্ণ। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমি এনসিপিতে যোগদান করেছি।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।
এর আগে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি দলটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তবে আরেক সাবেক উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম এ দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এনসিপিতে আসিফ মাহমুদের যোগদানের বিষয়টি দলের একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছেন।
সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের ঘটনায় দলটির অভ্যন্তরে মতপার্থক্য তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইতিমধ্যে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক তাসনূভা জাবীন পদত্যাগ করেছেন। তাছাড়া আরও কয়েকজন নেতাও দলটি থেকে নিজের সরিয়ে নিয়েছেন। এর মধ্যেই আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়েছেন, এমন খবর পাওয়া গেল।