• মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম ধাপ পেরোলেন তাসনিম জারা

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট : ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপ সফলভাবে শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনও স্বতন্ত্র প্রার্থীকে নিজ নিজ নির্বাচনি এলাকার মোট নিবন্ধিত ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। সে হিসেবে ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারাকে ন্যূনতম ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার (২৮ ডিসেম্বর) তিনি স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেন। খিলগাঁও ও বাসাবো এলাকায় বুথ স্থাপন করে ভোটারদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়। সোমবার দুপুরের মধ্যেই তার টিম নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন হওয়ার পর তিনি সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে সংগৃহীত স্বাক্ষর জমা দেন।
উল্লেখ্য, জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট গঠনের পর সেখান থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন ডা. তাসনিম জারা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এখন নির্বাচন কমিশন জমা দেওয়া স্বাক্ষর যাচাই-বাছাই করবে। যাচাই শেষে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এর মাধ্যমে ঢাকা-৯ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তাসনিম জারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও