আজ
|| ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৭ হিজরি
ভেনেজুয়েলায় ‘শান্তিপূর্ণ সমাধানে’ মধ্যস্থতার প্রস্তাব স্পেনের
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৬
প্রভাত ডেস্ক: কারাকাসে মার্কিন হামলা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। শনিবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘স্পেন উত্তেজনা প্রশমিত করা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।’
২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি স্পেন। ওই নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল (সিএনই) মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধীরা ফল প্রত্যাখ্যান করে। ভোটের পর বিরোধী প্রার্থী গনসালেজ উরুতিয়া ভেনেজুয়েলা ছেড়ে মাদ্রিদে আশ্রয় নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পেন ইতোমধ্যে রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া হাজার হাজার ভেনেজুয়েলানকে আশ্রয় দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। একই সঙ্গে দেশটির জন্য একটি গণতান্ত্রিক, আলোচনার মাধ্যমে অর্জিত ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’
২০২৪ সালের নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল ভোটকেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ না করে সাইবার হামলার কথা উল্লেখ করে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.