আজ
|| ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৭ হিজরি
মাচাদো ভেনেজুয়েলার অন্তবর্তী সরকারের প্রধান হবেন , বললেন ট্রাম্প
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২৬
প্রভাত ডেস্ক: মার্কিন সামরিক বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সস্ত্রীক গ্রেপ্তার হওয়ার পর কার্যত দেশটির সরকারের পতন ঘটেছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনাও শুরু হয়েছে। গত বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলায় মাদুরো সরকারের সবচেয়ে কট্টর বিরোধী ও সমালোচক মারিয়া কোরিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক দল ভেন্তে ভেনেজুয়েলার নেতা। মার্কিনপন্থি এই রাজনীতিবিদ প্রেসিডেন্ট ট্রাম্পের ভক্ত ও অনুসারী হিসেবেও পরিচিতি পেয়েছেন।
তবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মাচাদোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প নিজেই। শনিবার মাদুরো আটক হওয়ার পর হোয়াইট হাউসে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখা সাংবাদিকরা তার কাছে জানতে চান, মাচাদো ভেনেজুয়েলার পরবর্তী সরকারপ্রধান হচ্ছেন কি না।
জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার মনে হয় তার জন্য ভেনেজুয়েলার নেতা কিংবা সরকারপ্রধান হওয়া খুব কঠিন হবে। কারণ এজন্য নিজ দেশে যে সমর্থন ও সম্মান প্রয়োজন হয়, তা তার নেই। তিনি খুব চমৎকার একজন মহিলা। কিন্তু তাকে কেউ সম্মান করে না, বলেন ট্রাম্প।
সূত্র : এএফপি
Copyright © 2026 প্রভাত. All rights reserved.