• বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয় : রিজভী সামাজিক যোগাযোগমাধ্যমে নৈরাজ্য বন্ধে সরকারের উদ্যোগ নেই: দেবপ্রিয় ভট্টাচার্য আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল : সালাহউদ্দিন আহমেদ পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ এনইআইআরের মাধ্যমে অবৈধ ও নকল মুঠোফোন নিয়ন্ত্রণ সহজ হবে ‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’ পূর্বাচলে বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহে মাটির তৈরি তৈজসপত্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ: স্টিফেন দুজারিক মোবাইল ব্যবহারকারীদের যে বার্তা দিলো বিটিআরসি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫

দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করলো তথ্য মন্ত্রণালয়

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মূলত বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। চিঠিতে আরও বলা হয়, এমন সিদ্ধান্ত বাংলাদেশের আপামর জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই অবিচারের প্রতিবাদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের কোনও টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের কোনও খেলা বা সংশ্লিষ্ট কোনও অনুষ্ঠান সম্প্রচার না করার জন্য কঠোর অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের সকল বেসরকারি স্পোর্টস চ্যানেল এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে আইপিএল সম্প্রচার থেকে বিরত থাকতে হবে।
বিশ্বকাপের সূচি বদলাতে যাচ্ছে আইসিসি: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ। এমন সিদ্ধান্তের পর বিশ্বকাপের সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের প্রস্তাবিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্তে যেতে হচ্ছে সংস্থাটিকে। ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে নতুন সূচি প্রণয়নের কাজ শুরু হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার জন্য। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। মূল সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-এর তিনটি ম্যাচ কলকাতায় খেলার কথা ছিল বাংলাদেশের। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
মূলত বিসিবি কঠিন এই সিদ্ধান্তটি নেয় যখন নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলে।
আইপিএল সংক্রান্ত সিদ্ধান্তের পর ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি দুটি ‘জরুরি বৈঠক’ করে, যার একটি রবিবার বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এসব আলোচনার পরই ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। এই সিদ্ধান্তের আলোকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যেন ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে সংস্থাটি ভারতের বাইরে অন্য কোনও ভেন্যুতে বাংলাদেশের সব ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও