প্রভাত রিপোর্ট: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র্যার। তার নাম মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯)। রবিবার (৪ জানুয়ারি) জোবায়ের হোসেন পাপ্পুকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যায়। বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা অজ্ঞাত আসামিরা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোর করে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।
পরে নাঈম কিবরিয়াকে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভাটরা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
রাকিব হাসান আরও বলেন, মামলাটির ছায়া তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার জোবায়ের হোসেন পাপ্পুকে বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে, আছে। গ্রেফতার জোবায়ের হোসেন পাপ্পুকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।