আজ
|| ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৭ হিজরি
মূল্যস্ফীতিতে ধাক্কা : ডিসেম্বরে ৮.৪৯ শতাংশ, অস্বস্তি বাড়াচ্ছে খাদ্য
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। যা নভেম্বর মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সাধারণত সবজির ভরা মৌসুমে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমার কথা থাকলেও, পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এর উল্টো চিত্র উঠে এসেছে।
সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিবিএস।
বিবিএস জানায়, এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৭ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস নভেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। তবে, গত বছরের একই সময়ের (২০২৪ সালের নভেম্বর) তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে, যা গত বছর ছিল ১২ দশমিক ৯২ শতাংশ।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতেও মূল্যস্ফীতির হার বেড়েছে। ডিসেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। যা নভেম্বরে ছিল ৯ দশমিক ০৮ শতাংশ। গত বছরের ডিসেম্বরে এই হার ছিল ৯ দশমিক ২৬ শতাংশ।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.