• বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয় : রিজভী সামাজিক যোগাযোগমাধ্যমে নৈরাজ্য বন্ধে সরকারের উদ্যোগ নেই: দেবপ্রিয় ভট্টাচার্য আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল : সালাহউদ্দিন আহমেদ পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ এনইআইআরের মাধ্যমে অবৈধ ও নকল মুঠোফোন নিয়ন্ত্রণ সহজ হবে ‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’ পূর্বাচলে বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহে মাটির তৈরি তৈজসপত্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ: স্টিফেন দুজারিক মোবাইল ব্যবহারকারীদের যে বার্তা দিলো বিটিআরসি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫

রণবীর নয়, নির্মাতা সঞ্জয়কে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন : বর্তমানে বলিউডের অন্যতম সুখী দম্পতির তালিকায় রণবীর সিং-দীপিকা পাড়ুকোন জুটি। সংসারে সুখ নিয়েই এক লম্বা সময় অতিক্রম করেছেন তারা। কিন্তু সম্প্রতি দীপিকার একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা তার ভক্তমহলে। কারণ, নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন তিনি!
মূলত, জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে সালমান খানের এক প্রশ্নের জবাবে মজার ছলে এমন মন্তব্য করেছিলেন এই নায়িকা। সম্প্রতি সেই পুরনো অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।
ঘটনাটি ছিল ‘পদ্মাবত’ সিনেমার প্রচারের সময়ের। অনুষ্ঠানের সঞ্চালক সালমান খান দীপিকাকে একটি মজার খেলায় অংশ নিতে বলেন। শর্ত ছিল- রণবীর সিং, শাহিদ কাপুর ও সঞ্জয় লীলা বানশালি; এই তিনজনের মধ্যে একজনকে বিয়ের জন্য, একজনকে প্রেমের জন্য এবং অন্যজনকে হত্যার (খেলার অংশ হিসেবে) জন্য বেছে নিতে হবে। সেই প্রশ্নের উত্তরে দীপিকা জানান, তিনি রণবীরের সঙ্গে প্রেম করতে চান এবং শাহিদ কাপুরকে ‘হত্যা’ করবেন। তবে বিয়ের জন্য তিনি বেছে নেন পরিচালক সঞ্জয় লীলা বানশালিকে।
অনুষ্ঠানে দীপিকা আরও জানিয়েছিলেন যে, শাহিদ কাপুর তখন বিবাহিত ছিলেন বলেই মজার ছলে তাকে হত্যার তালিকায় রেখেছিলেন। অন্যদিকে, সেই সময়ে রণবীর ও দীপিকার প্রেম চলছিল; তাই বিয়ের জন্য ছবির পরিচালককেই বেছে নিয়েছিলেন তিনি। তবে বাস্তবে এই মজার মন্তব্যের কয়েক বছর পরই অর্থাৎ ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে সাতপাকে ধরা পড়েন দীপিকা। ২০২৪ সালে এই তারকা দম্পতির কোল আলো করে আসে কন্যাসন্তান ‘দুয়া’।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও