• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুর -১ : ২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী, উজ্জীবিত নেতাকর্মীরা রেকর্ড সামরিক বাজেট, স্বপ্নের সেনাবাহিনী গড়ার প্রস্তুতি ট্রাম্পের মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেফতার যে কারণে ২০৩০ সালে একই বছরে দুইটি রমজান আসবে চালকবিহীন ট্যাক্সির যুগে প্রবেশ করছে দুবাই ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চলবে যুক্তরাষ্ট্রের নির্দেশনায়, দেশটির তেলও বিক্রি করবে তারা

চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন: চারিদিকে হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো চারপাশ। শীতের এই তীব্রতা থেকে বাঁচতে সাধারণ মানুষের মতো জবুথবু অবস্থা অভিনেত্রী জয়া আহসানেরও। তবে এই ঠান্ডাকে জয় করার এক দারুণ উপায় খুঁজে বের করেছেন তিনি।
ড্রয়িংরুমের বিলাসবহুল সোফা ছেড়ে জয়া এখন সময় কাটাচ্ছেন মাটির রান্নাঘরে, আগুনের ওম নিতে নিতে সারছেন দুপুরের রান্না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া আহসান।
সেখানে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা- শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। বাঁচার উপায় হিসেবে বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা।
ভিডিওতে জয়া আহসান বলেন, ‘আমি অত রান্নাবান্না পারি না আসলে। আমাদের এটা একটা মাটির রান্নাঘর। অনেকগুলো মাটির চুলা আছে। আমি তো রান্না পারি না। শুধু ওদের রান্নাটাই করতে পারি।’
তার কথায়, ‘তাই শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারিদিকে এত ঠান্ডা আর কোথাও বসতে পারছি না। খালি এই রান্নাঘরেই বসছি। কী যে আরাম এই মাটির চুলাতে। অনেক মজার হয় খেতে।’
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া। কেউ কেউ বলছেন, এত বড় তারকা হয়েও শেকড়ের প্রতি তার এই টান সত্যিই মুগ্ধ করার মতো। আবার অনেকে মাটির চুলার রান্নার স্বাদের স্মৃতি রোমন্থন করেছেন কমেন্ট বক্সে। শীতের এই আলসে দুপুরে জয়ার এমন ঘরোয়া রূপ ভক্তদের কাছে এক অন্যরকম প্রাপ্তি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও