• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুর -১ : ২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী, উজ্জীবিত নেতাকর্মীরা রেকর্ড সামরিক বাজেট, স্বপ্নের সেনাবাহিনী গড়ার প্রস্তুতি ট্রাম্পের মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেফতার যে কারণে ২০৩০ সালে একই বছরে দুইটি রমজান আসবে চালকবিহীন ট্যাক্সির যুগে প্রবেশ করছে দুবাই ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চলবে যুক্তরাষ্ট্রের নির্দেশনায়, দেশটির তেলও বিক্রি করবে তারা

‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের নতুন ছবিতে সালমান

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন : নতুন বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি ‘ব্যাটেল অব গালওয়ান’-এর ঝলক প্রকাশ্যে আসতেই যখন নেটপাড়ায় শোরগোল, ঠিক তখনই নতুন এক চমক নিয়ে হাজির হলেন ‘ভাইজান’। এবার বলিউডের জনপ্রিয় নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে (রাজ অ্যান্ড ডিকে)-র সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজ ও ডিকের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন সালমান। সেখানে তাদের নতুন একটি সিনেমার চিত্রনাট্য নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। রাজ ও ডিকে মূলত ‘ফ্যামিলি ম্যান’, ‘ফরজি’ বা ‘সিটাডেল: হানি বানি’-র মতো স্পাই-থ্রিলার ও অ্যাকশন ঘরানার কাজের জন্য বিখ্যাত। তবে সালমানের জন্য তারা বেছে নিয়েছেন অ্যাকশন আর কমেডির এক দারুণ মিশেল। চিত্রনাট্যটি সালমানের বেশ পছন্দ হয়েছে। তবে এখনই চূড়ান্ত সম্মতি দেননি তিনি। নিজের চেনা ঢঙে চিত্রনাট্যে কিছু ‘ট্যুইস্ট’ যোগ করার পরামর্শ দিয়েছেন অভিনেতা। নির্মাতারাও চাইছেন বড় ক্যানভাসে ছবিটিকে তুলে ধরতে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ ফ্লোরে গড়াতে পারে নাম ঠিক না হওয়া এই সিনেমাটি। তবে পুরো বিষয়টিই নির্ভর করছে সালমানের শিডিউল এবং চূড়ান্ত পাণ্ডুলিপির ওপর।
গত কয়েক বছর ধরে বক্স অফিসে সালমানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ভক্তদের ধারণা, রাজ ও ডিকের মতো আধুনিক নির্মাতাদের হাত ধরে ২০২৬ সালে বড় কোনো প্রত্যাবর্তন ঘটবে ভাইজানের। এখন দেখার বিষয়, বড় পর্দায় এই জুটির রসায়ন ভক্তদের কতটা মুগ্ধ করতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও