আজ
|| ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে আন্দোলন সংগ্রামে: আমীর খসরু
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৬
প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ মাহফিলে কথা বলেন আমীর খসরু।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া জীবনের সিংহভাগ সময় আন্দোলন সংগ্রাম করে কাটিয়েছেন। তিনি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়া জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায় আন্দোলন করে গেছেন। নির্যাতিত হয়েছেন, জেলে গিয়েছেন কিন্তু কোন আপোষ করেননি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও অনেক লোভ দেখিয়েছেন কিন্তু তিনি আপোস করেননি। আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছেন। আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছেন মন্ত্রী হতে বলেছেন কিন্তু আমি আপোস করিনি। কারণ আমরা দেশনেত্রীর কাছে আপসহীনতা শিখিছি। তিনি আমাদের আপোসহীন শিখিয়েছেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন তা ধরে রাখতে হবে অর্থাৎ গণতন্ত্রকে ধরে রাখতে হবে। মানুষের অধিকার মহিলাদের অধিকার ধরে রাখতে হবে। তিনি মহিলাদের জন্য খাদ্যের বিনিমেয়ে শিক্ষা চালু করেছিলেন।
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া প্রমুখ।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.