প্রভাত বিনোদন : বলিউড অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি ক্যারিয়ারের শুরুর দিকের মানসিক লড়াই ও আত্মসন্দেহের কথা খোলামেলাভাবে তুলে ধরেছেন। টাইমস নাউ নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়জীবনের প্রথম কয়েক বছরে নিজেকে প্রমাণ করতে গিয়ে তিনি নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। যার প্রভাব পড়েছিল তার মানসিক স্বাস্থ্যে।
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তাপসী জানান, নিজের সৌন্দর্য নিয়ে তার বড় অনিশ্চয়তা ছিল। অভিনেত্রীর ভাষায়, ‘আমি মনে করতাম, আমি তো চারপাশের বড় বড় ডিভাদের মতো দেখতে নই। তাহলে আমাকে কেন কেউ নায়িকা বানাবে? কিন্তু পরে বুঝেছি, নায়িকা হওয়ার জন্য শুধু সৌন্দর্যই একমাত্র যোগ্যতা নয়।’ তিনি আরও জানান, সেই সময় তার মধ্যে ছিল না মৌলিক ফ্যাশন সেন্স, মেকআপের ধারণা বা ক্যামেরার কোন অ্যাঙ্গেলটি তার জন্য সবচেয়ে ভালো, এমনকি এসব কিছুই তিনি জানতেন না। ‘এসবের কিছুই জানতাম না’, অকপটে স্বীকার করেন তাপসী।
এই অনিশ্চয়তা ও নিজেকে প্রমাণের তাড়না তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘‘আমি চাইতাম কেউ যদি তখন আমাকে বলত, ধীরে চলো, সময়ের সঙ্গে সঙ্গে সব শিখে যাবে। কিন্তু কেউ তা বলেনি। প্রথম কয়েক বছরে শেখার জন্য আমি নিজেকে যেভাবে ‘বিটিং’ করেছি, সেটা আমাকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলেছিল।”
তাপসীর আফসোস, শেখার পুরো প্রক্রিয়াটা উপভোগ করার বদলে তিনি নিজেকে প্রতিনিয়ত দোষারোপ করেছেন তখন। পেশাগত ব্যর্থতার ক্ষেত্রেও সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। তার ভাষায়, ‘‘আমি প্রতিদিন নিজেকেই ‘ছোট’ করতাম।ভাবতাম, আমি যথেষ্ট ভালো নই। কিন্তু ব্যর্থতা শুধু একজনের কারণে হয় না। এটা পুরো টিমের সম্মিলিত ব্যাপার। অথচ দায়টা এসে পড়ে অভিনেতার ঘাড়েই।’’
তাপসী পান্নুকে শিগগিরই দেখা যাবে প্রতিশোধমূলক ড্রামা ‘গান্ধারী’ ছবিতে। দেবাশিস মাখিজা পরিচালিত এই সিনেমাটি কনিকা ঢিলনের কথা পিকচার্স প্রযোজিত এবং নেটফ্লিক্সে মুক্তি পাবে। সর্বশেষ তিনি অভিনয় করেছেন মুদাস্সির আজিজ পরিচালিত ‘খেল খেল মেই’ ছবিতে, যেখানে তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার, ভাণী কাপুর, আম্মি ভির্ক, আদিত্য সিল, প্রজ্ঞা জয়সওয়াল ও ফারদিন খান।