জাহাঙ্গীর আলম, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় অ্যাসেট প্রকল্পের আওতায় শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে নার্সিং সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং ভর্তি বৃদ্ধির লক্ষ্যে দিনব্যপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ডিপ্লোমা ইন মিডওয়াইফারীর তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া সুলতানার সঞ্চালনায় দিনব্যপি এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এ বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (উন্নয়ন অনু বিভাগ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মোঃ আবদুস সালাম খান।
বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এ বক্তব্য রাখেন উপ – প্রকল্প পরিচালক আইডিজি (স্বাস্থ্য) ডাঃ মেহবুবা সাঈদ, কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারি, কাপাসিয়া উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ও দেলোয়ার জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন।
দিনব্যাপি এ কর্মশালায় কাপাসিয়ার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ,হাইস্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধি সমাজের সচেতন ব্যক্তিত্ব মসজিদের ইমাম ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।