• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কাপাসিয়ায় অ্যাসেট প্রকল্পের আওতায় নার্সিং সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও ভর্তি বৃদ্ধি শীর্ষক দিনব্যপী কর্মশালা অনুষ্ঠিত অশ্লীলতার অভিযোগে বিপাকে যশের ‘টক্সিক’ ৮৩তম গোল্ডেন গ্লোবস জিতলেন যারা তরুণী প্রেমিকা নিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিওকে ট্রল আমাকে কেন কেউ নায়িকা বানাবে: পান্নু সানবিটের ম্যাজিক নিয়ে নতুন বিজ্ঞাপনে পরীমণি নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা শাপলা চত্বরে গণহত্যা: ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ গণহত্যা: সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের জুলাই হত্যাকাণ্ডের মামলায় আসামিকে জামিন দেয়ার প্রতিবাদে ট্রাইব্যুনাল ঘেরাও

তরুণী প্রেমিকা নিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিওকে ট্রল

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন : লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন সঞ্চালক নিকি গ্লেজার। উদ্বোধনী আয়োজনে উপস্থিত হলিউড তারকাদের নিয়ে একের পর এক তীক্ষ্ণ ও রসালো রসিকতা করেন তিনি। তারই একটি বড় অংশ জুড়ে ছিল লিওনার্দো ডিক্যাপ্রিওকে ঘিরে।
দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোবস সঞ্চালনায় ফিরে নিকি গ্লেজার বলেন, ‌‌‘উইকেডের মতো আমিও সিক্যুয়েলে ফিরে এসেছি। আর ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো, আমাকে যেন কোনও লাইসেন্সবিহীন ইউরোপীয় সার্জন জোড়া লাগিয়ে বানিয়েছে!’
এরপরই তিনি লিওনার্দো ডিক্যাপ্রিওকে লক্ষ্য করে বলেন, ‘লিওনার্দো ডিক্যাপ্রিওর ক্যারিয়ার সত্যিই অবিশ্বাস্য। অসংখ্য আইকনিক চরিত্র, সব বড় পরিচালকের সঙ্গে কাজ, তিনটি গোল্ডেন গ্লোব আর একটি অস্কার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, তিনি এসব অর্জন করেছেন তার বান্ধবীর বয়স ৩০ হওয়ার আগেই!’
এই মন্তব্যে পুরো হলজুড়ে হাসির রোল পড়ে যায়। পরে মজার ছলে ক্ষমা চেয়ে নিকি বলেন, ‘লিও, দুঃখিত, এই জোকটা একটু সস্তা। আমি চেষ্টা করেছিলাম না বলার। কিন্তু সত্যি বলতে, মানুষ তোমার সম্পর্কে আর কিছুই তো জানে না! একটু খোলামেলা হও!’ এই সময় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও হাসতে হাসতে সম্মতি জানান এবং নিকিকে থাম্বস আপ দেন। নিকি গ্লেজার এখানেই থামেননি। সেরা অভিনেতা বিভাগে জয়ী টিমোথি শ্যালামেকে নিয়ে বলেন, ‘তিনি ইতিহাসের প্রথম অভিনেতা, যাকে পিং-পং নিয়ে সিনেমার জন্য পেশি বাড়াতে হয়েছে।’
মাইকেল বি জর্ডানকেও ছাড় দেননি নিকি। ‘সিনার্স’ সিনেমায় তার দ্বৈত চরিত্র নিয়ে রসিকতা করে নিকি বলেন, ‘মাইকেল সেখানে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছে। আমি কি এটা বলা ঠিক হলো? না, আসলে যমজ। ভাবতেই অবাক লাগে, আমরা একসঙ্গে দুইজন মাইকেল বি জর্ডান পেলাম!’ মায়ের পাশে বসে থাকা মাইকেল বি জর্ডান এই মন্তব্যে কিছুটা অস্বস্তি নিয়েই হাসি চাপতে দেখা যায়।
এছাড়া নিকি তার চলতি বছরের আলোচিত হলিউড বিষয়গুলোতেও ইঙ্গিত দেন। নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তি নিয়ে রসিকতা করে বলেন, ‘চলুন, ওয়ার্নার ব্রাদার্সের নিলাম শুরু করা যাক। পাঁচ ডলার থেকে শুরু করছি। পাঁচ ডলার কেউ দেবেন?’
এরপরই তিনি এপস্টাইন ফাইল প্রসঙ্গ টেনে বলেন, ‘এখানে এত এ-লিস্টার উপস্থিত। মানে, এমন তালিকার মানুষ, যেগুলো বেশিরভাগই ব্ল্যাক করে দেওয়া। আর সেরা এডিটিংয়ের গোল্ডেন গ্লোব যাচ্ছে বিচার বিভাগে!’ নিকি গ্লেসার আরও রসিকতা করেন শন পেনকে ‘সেক্সি লেদার হ্যান্ডব্যাগ’ বলে এবং কেভিন হার্ট ও ডোয়াইন জনসনকে তুলনা করেন ‘৫০-এর নিচে আইকিউ যাদের, তাদের জন্য স্টিভ মার্টিন আর মার্টিন শর্ট’ হিসেবে। বলা দরকার, গত বছর প্রথমবার গোল্ডেন গ্লোবস সঞ্চালনা করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন নিকি গ্লেজার। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ আসরেও তাকেই দায়িত্ব দেওয়া হয়। আর এবারও তার ঝাঁঝালো রসিকতা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করল।
অস্কারজয়ী হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও (বয়স ৫০/৫১) বর্তমানে ইতালিয়ান মডেল ভিত্তোয়ারিয়া সেরেট্টি’র (২৭) সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের কথা প্রচলিত আছে। সূত্র: হলিউড রিপোর্টার


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও