• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কাপাসিয়ায় অ্যাসেট প্রকল্পের আওতায় নার্সিং সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও ভর্তি বৃদ্ধি শীর্ষক দিনব্যপী কর্মশালা অনুষ্ঠিত অশ্লীলতার অভিযোগে বিপাকে যশের ‘টক্সিক’ ৮৩তম গোল্ডেন গ্লোবস জিতলেন যারা তরুণী প্রেমিকা নিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিওকে ট্রল আমাকে কেন কেউ নায়িকা বানাবে: পান্নু সানবিটের ম্যাজিক নিয়ে নতুন বিজ্ঞাপনে পরীমণি নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা শাপলা চত্বরে গণহত্যা: ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ গণহত্যা: সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের জুলাই হত্যাকাণ্ডের মামলায় আসামিকে জামিন দেয়ার প্রতিবাদে ট্রাইব্যুনাল ঘেরাও

শাপলা চত্বরে গণহত্যা: ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্তের স্বার্থে এবং আরও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য তিন সপ্তাহ সময় প্রার্থনা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে প্রতিবেদন দাখিলের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এদিন সকালে কড়া নিরাপত্তায় এই মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেনÍ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।
উল্লেখ্য, এক যুগ আগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে আয়োজিত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক হতাহতের অভিযোগ রয়েছে। ওই ঘটনার বিচার চেয়ে গত বছরের ২৬ নভেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক।
মাওলানা মামুনুল হক ও মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে করা এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাশেদ খান মেননসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও