আজ
|| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৭ হিজরি
একটি বাসায় বিপুলসংখ্যক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: একটি বাসায় একাধিক ব্যক্তি বসে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট গণনা করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা খামগুলোর ওপর বাহরাইনের ঠিকানা লেখা রয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা এই কাজে জড়িত।
ভাইরাল হওয়া ভিডিওটির দৈর্ঘ্য ৭ মিনিট ৩২ সেকেন্ড। এতে কয়েকজন ব্যক্তিকে একসঙ্গে বসে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। ভিডিওতে একজনকে ভিডিও ধারণে বাধা দিতে শোনা যায়। তিনি বলেন ভিডিও করা যাবে না এবং ফেসবুকে ছড়ানো যাবে না। আরেকজনকে বলতে শোনা যায় এতে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট বন্ধ হয়ে যেতে পারে।
ভিডিও যাচাই করে দেখা গেছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। এ ছাড়া আরও একটি ২৭ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে একইভাবে বহু পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। জুনায়েন বিন সাদ নামের একজন ফেসবুকে ভিডিওটি পোস্ট করে দাবি করেন এটি ওমানে জামায়াতের একজনের বাসার দৃশ্য। অন্যদিকে প্রথম ভিডিওটি বাহরাইনে জামায়াতের একজনের বাসার বলে দাবি করছেন কেউ কেউ।
২৭ সেকেন্ডের ভিডিওতে চট্টগ্রাম ৩ আসনের নাম উল্লেখ করতে শোনা যায়। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এটি দেশের বাইরে ধারণ করা হলেও কোন দেশের তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর শনিবার বিকেলে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে বিষয়টি তাদের নজরে এসেছে এবং বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
নজরুল ইসলাম খান আরও বলেন নির্বাচন কমিশন তদন্ত করে প্রতিবেদন দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে কেউ যদি ভোটে কারচুপির চেষ্টা করে তবে তাদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় ব্লক করা হবে। বিএনপির দাবি যারা নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য এবারই প্রথম প্রবাসে থাকা বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগে আইন থাকলেও সুযোগ ছিল সীমিত। এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য নির্বাচনী আইনে পরিবর্তন আনা হয়েছে। ৫ জানুয়ারি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শেষ হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আগামী নির্বাচনে ৩০০ আসনে মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটার ৭ লাখ ৬০ হাজারের কিছু বেশি। বাকিরা সরকারি চাকরিজীবী নির্বাচনী কর্মকর্তা আনসার ভিডিপি সদস্য এবং কারাবন্দী।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.