আজ
|| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৭ হিজরি
বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: বিদেশে অবস্থান করে হুমকির কোনো বাস্তবে গুরুত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘সাহস থাকলে সংশ্লিষ্টদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার। অন্যথায় বিদেশে বসে দেওয়া বক্তব্যের কোনো মূল্য নেই।’ বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও তার পুত্রের নির্বাচনকেন্দ্রিক হুমকি ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পালিয়ে থাকা ব্যক্তিরা নানা কথা বলতেই পারেন। তবে আইনের আওতায় এসে কথা বললেই কেবল তার গ্রহণযোগ্যতা থাকে।’
নির্বাচনের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে।’ সবার সহযোগিতা থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকায় বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর অনুপস্থিতির কারণে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তবে বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং যেকোনো ঘটনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।’তিনি জানান, ‘আরাকান আর্মিকে কোনোভাবেই বৈধতা দেওয়া হয়নি। তাদের কর্মকাণ্ডের কারণে সীমান্তে সমস্যা তৈরি হচ্ছে এবং সম্প্রতি এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষের সময় গোলা বাংলাদেশের ভেতরে পড়ার বিষয়েও সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।’ সীমান্ত সিল করার বিষয়ে তিনি বলেন, ‘সীমান্তে সার্বক্ষণিক বাহিনী মোতায়েন রয়েছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বাহিনীর ভেতরে পালিয়ে থাকা সাবেক সরকারের অনুসারী আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে এমন কারও অস্তিত্ব নেই।
বিজিবির সাম্প্রতিক রিক্রুটমেন্ট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক প্রশিক্ষণ শেষ করেছে, যা আগে কখনো হয়নি। এসব নতুন সদস্য দ্রুত বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন শুরু করবে। তিনি বলেন, বড় পরিসরে রিক্রুটমেন্টের অন্যতম লক্ষ্য হচ্ছে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.