আজ
|| ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
মাঠে না গিয়ে টিম হোটেলে অবস্থান ক্রিকেটারদের
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৬
প্রভাত স্পোর্টস: দিনের প্রথম ম্যাচের মাঠে নামার কথা রয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্ক উসকে দিচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সবশেষ বুধবার ক্রিকেটারদের বেতন নিয়ে করা তার মন্তব্যে ক্ষিপ্ত তাদের ক্রিকেটারদের সংগঠন কোয়াব। প্রতিবাদে তারা বিসিবির এই পরিচালকের পদত্যাগ দাবি করেছে। বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছিল কোয়াব।
এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও টিম হোটেলেই অবস্থান করছেন আজকের ম্যাচের দুদলের ক্রিকেটাররা। এখনও বিপিএলের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরী হলো।
এদিকে নতুন খবর, ম্যাচের সময়ে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলনটি। এজন্য ৬ দলের ক্রিকেটাররা এক হচ্ছেন দ্রুত সময়ের মধ্যে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.