আজ
|| ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
উত্তরা ট্র্যাজেডি: ময়মনসিংহে একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৬
ফারুক আহমেদ, ময়মনসিংহ: ঢাকার উত্তরায় অগ্নিকান্ডের ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। তাদের দাফনেন করা হয়েছে পাশাপাশি কবরে। উপজেলার সদর ইউনিয়নের দড়িপাচাশি গ্রামে গিয়ে দেখা যায় মর্মান্তিক দৃশ্য। এর আগে, এদিন সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়লে পঞ্চম তলায় আটকা পড়ে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন-ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের দড়িপাচাশি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে হারিছ উদ্দিন (৫২), তার বড় ছেলে রাহাব উদ্দিন (১৭) এবং ভাতিজি রোদেলা আক্তার (১৪)।
নিহতদের পরিবার সূত্র জানায়, প্রায় ৩০ বছর ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন হারিছ উদ্দিন। সেখানে তিনি ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী ও দুই ছেলে নিয়ে ভালোই চলছিল হারিছ উদ্দিনের। এর মধ্যে রোদেলা আক্তার উত্তরার একটি মহিলা মাদ্রাসায় পড়ালেখা করতো। ঘটনার আগের রাতে (বৃহস্পতিবার) ছোট ছেলে নবাবকে সঙ্গে নিয়ে হারিছের স্ত্রী রিনা আক্তার মিরপুরে তার বাবার বাসায় বেড়াতে যান। এতে বেঁচে যায় ছোট ছেলে নবাব ও হারিছের স্ত্রী।
নিহত হারিছ উদ্দিনের মা সাহারা খাতুন বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে গো, আল্লাহ তুমি এইডা কী করলা।’ এভাবেই আহাজারি করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।
নিহত হারিছ উদ্দিন, ছেলে রাহাব উদ্দিন ও ভাতিজি রোদেলাকে দাফনের জন্য দরিপাচাশি বায়তুন নুর জামে মসজিদের পাশে পাশাপাশি খনন করা হয়েছে কবর। রাতেই নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয় তাদের।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.