• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হোমনায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৫ যুবক আটক হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা ‘নির্বাচনি মাঠে কেউ বাড়াবাড়ি করছে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত’ ঢাকায় মেট্রোরেলের পরিসর আরও বাড়ানো হবে : জামায়াত আমির মির্জা আব্বাস দেশের ‘এক নম্বর ক্রিমিনাল’: নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সঙ্গে ধোঁকাবাজি: সালাহউদ্দিন আহমদ নির্বাচনে জরুরি পরিস্থিতিতে প্রস্তুত বিজিবির ডগ স্কোয়াড-হেলিকপ্টার সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা আগামীকাল থেকে ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি অন্তর্বর্তী সরকার কেন বিচার বিভাগকে পঙ্গু করে রেখেছে: এ কে আজাদ

চীনা বিশেষজ্ঞদের অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: রিজওয়ানা

প্রভাত রিপোর্ট / ১৯ বার
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা,নীলফামারী: তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে। অর্থায়ন সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা হয়েছে। বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটি যাচাই-বাছাই করছে। তাদের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ পথচলা। রবিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পরে দুপুর আড়াইটায় নীলফামারী জেলা প্রসাশনের কার্যালয় থেকে বেলুন উড়িয়ে গণভোটের প্রচারণার শোভাযাত্রার উদ্ধোধন করেন উপদেষ্টা।
উদ্বোধনের পর বিশাল শোভাযাত্রা নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ সরকারি ও বেসরকারি, শিক্ষার্থীসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে ড. সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব দল নির্বাচনমুখী, দেশের মানুষ সবাই ভোট দিতে চায়। সুতরাং সবাই নির্বাচনকে ফ্রি ফেয়ার করে ফেলি। কোনো এলাকায় নির্বাচনকালীন কোনো অ্যালিমেন্ট যদি ঢুকেও পড়ে, তাহলে প্রশাসন, সরকার, জনগণ ও ভোটারের দায়িত্ব প্রতিরোধ করা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও