তৌফিক আহমেদ তফছির, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া থেকে : জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার ১ম দিনে গতকাল বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরাইল কুট্টাপাড়া মিনি স্টেডিয়ামের এক নির্বাচনী বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন জনাব তারেক রহমান সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বিশেষ করে খাল কাটা কর্মসূচি পুনরায় শুরু করে প্রত্যেক কৃষকের মুখে হাসি ফুঁটাতে হবে। ঘরে ঘরে বেকার সমস্যা দূর করতে হবে , ফ্যাসিস্ট সরকারের আমলে নষ্টকৃত রাস্তাঘাট মেরামত করতে হবে । আর প্রত্যেক ঘরের নারীদের জন্য ফ্যামিলি কার্ড করে দেয়া হবে ।
এ সময়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল ।
এ সময়ে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক সচিব ও কসবা -আখাউড়া থেকে চুড়ান্ত মনোয়নপ্রাপ্ত আলহাজ্ব মুশফিকুর রহমান , সরাইল- আশুগঞ্জ – বিজয়নগর একাংশ আসন থেকে জোটের প্রার্থী জমিয়তে ওলামা দলের সহসভাপতি জুনায়েদ আল হাবীব,বাঞ্চারাম থেকে জোটের প্রার্থী জোনায়েদ সাকিসহ অন্যান্যরা।
এ সময়ে তিনি পথে পথে নেতা-কর্মীদের দাবির মুখে বিভিন্ন আসনে বক্তব্য রাখার কারণে আসতে দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত নেতা-কর্মীদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের বিপুল ভোটে জয়লাভ করার জন্য কর্মীদের মাঠে কাজ করার নির্দেশ প্রদান করেন।