আজ
|| ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি
আইসিসি মেয়েদের টি–টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা পাঁচ ম্যাচ জিতল বাংলাদেশ
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৬
প্রভাত স্পোর্টস: আইসিসি মেয়েদের টি–টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা পাঁচ ম্যাচ জিতল বাংলাদেশ। মুলপানিতে বুধবার (২৮ জানুয়ারি) বাছাইপর্বের সুপার সিক্সে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছে নিগার সুলতানার দল। টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৫ রান তোলে বাংলাদেশ। তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানে থেমেছে থাইল্যান্ডের ইনিংস। এবারের বাছাইপর্বে এটি বাংলাদেশের টানা পঞ্চম জয়। এই জয়ে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলার খুব কাছে পৌঁছে গেল বাংলাদেশ। বাছাইয়ে বাকি দুই ম্যাচের একটি জিতলে অথবা যেকোনো একটি ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ টি–টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করবে। দুপুরে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের মেয়েরা, ওই ম্যাচটি নেদারল্যান্ডস জিতলে আজই নিশ্চিত হবে নিগারদের বিশ্বকাপের মূল পর্বে খেলা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের সুপার সিক্স পর্বের ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৫ রান করে বাংলাদেশ নারী দল।।
নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার দিলারা আক্তার। আর ৯ বলে ১১ রান করে আউট হন শারমিন আক্তার। তৃতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারি। এসময় দুজন মিলেন গড়েন ১১০ রানের জুটি। তাতেই শক্তিশালী স্কোরের ভিত্তি পেয়ে যায় দল। এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। আউট হওয়ার আগে ৪৩ বলে তিনটি চার ও চারটি ছক্কার মারে ৫৬ রান করেন জুয়াইরিয়া। আর ৪২ বলে নয়টি চার ও একটি ছয়ের মাধ্যমে ৫৯ রান করেন শবানা।
পরে অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। তবে মাত্র ৬ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসটি খেলেন রিতুমনি। এছাড়া স্বর্ণা আক্তার ৪, নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ ও ফাহিমা খাতুন ১ রান করেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.