আজ
|| ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি
চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগমুহূর্তে দুর্ঘটনার কবলে ২ ফরাসি তারকা
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৬
প্রভাত স্পোর্টস: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ছিলো ব্যস্ততম দিন। লিগপর্বের শেষদিনে ৩৬ দলেরই ম্যাচ রয়েছে। কয়েকটি দল বাদে বাকিদের সামনেই শেষ ষোলোয় ওঠার সমীকরণ। ঠিক তার আগমুহূর্তে টটেনহ্যাম হটস্পারের দুই ফরাসি তারকা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। পূর্ব লন্ডনের হার্টফোর্ডশায়ারের ব্যস্ততম সড়কে র্যান্ডাল কোলো মুয়ানি ও উইলসন ওডোবার্টের কারে সংঘর্ষ হয় বলে জানা গেছে।
জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে আজ মাঠে নামবে টটেনহ্যাম। এই ম্যাচের জন্য জার্মানির বিমান ধরার পথে ছিলেন তারা। কোলো মুয়ানি সামনে এবং তাকে অনুসরণ করে কার চালাচ্ছিলেন ওডোবার্ট। ফলে পেছনে থাকা গাড়িটিই মূলত সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুয়ানির গাড়ি ছিল অক্ষত। একইসঙ্গে দুই ফুটবলারের কেউই আহত হননি বলে নিশ্চিত করেছে টটেনহ্যাম ক্লাব কর্তৃপক্ষ।
ওডোবার্টের কালো ফেরারি গাড়ির সামনের অংশ কিছুটা ভেঙে যাওয়ার স্থিরচিত্র সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিষয়ে টটেনহ্যামের প্রধান কোচ থমাস ফ্রাঙ্ক বলেন, ‘কোলো মুয়ানি এবং উইলসন ওডোবার্ট উভয়েই ঠিক আছে। তারা দুর্ভাগ্যবশত ছোট একটা গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তবে সেখানে থাকা সবাই অক্ষত আছে। তারা কিছুটা দেরিতে রাতে ভ্রমণ করবে।’
সতর্কতা হিসেবে টটেনহ্যামের মেডিক্যাল স্টাফ উভয় খেলোয়াড়ের চেক-আপ সম্পন্ন করেছে। তবে উদ্বেগের কিছু নেই বলেই ইঙ্গিত মিলেছে, ফলে আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও কোলো মুয়ানি ও ওডোবার্টের খেলায় কোনো বিপত্তি নেই। যদিও অল্প কিছুদিন আগেই বড় ইনজুরি কাটিয়ে ফিরেছেন ফরাসি ফরোয়ার্ড মুয়ানি। যে কারণে তাকে মুখে মাস্ক পরে খেলতে হয়। ফলে নতুন করে সৃষ্ট গাড়ি দুর্ঘটনায় তাদের ফিট থাকার বিষয়টি ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ খবর।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সাত রাউন্ডের খেলা শেষ হয়েছে। লিগপর্বে বাকি আরেকটি রাউন্ড। যদিও এখন পর্যন্ত কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ শেষ ষোলো নিশ্চিত করতে পেরেছে। সরাসরি রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করবে আরও ৬ দল। এর বাইরে শেষ ষোলোয় ৮ দলের স্লট পূরণে প্লে-অফ খেলবে ১৬টি ক্লাব। ১৪ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম তালিকায় পঞ্চম। এরপর পিএসজি (ষষ্ঠ) থেকে আটালান্টা (১৩তম) পর্যন্ত আটটি দলেরই সমান ১৩ পয়েন্ট করে পেয়েছে। ফলে আগামীকাল ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে টেবিলে বড় ধরনের রদবদল হতে পারে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.