আজ
|| ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি
সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সরকারকে অবহিত না করেই এ দেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে দিল্লি। নিরাপত্তার কোনো শঙ্কা ছিল না। দূতাবাসের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল, তারা তাতে সন্তুষ্ট কি না, সেটা দিল্লির বিবেচনার বিষয়।’
গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশে নিযুক্ত নিজ দেশের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেবে দিল্লি। তবে ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি মিশন খোলা থাকবে। কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।
ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর হাদির যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ বহাল আছে। নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে, তাদের আচরণ যথেষ্ট সংযত। বড় কোনো সহিংসতা হলে ভোটে না থাকা দলগুলো করতে পারে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.