আজ
|| ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি
হোমনায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৫ যুবক আটক
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৬
মেহেদী হাসান, হোমনা : কুমিল্লার হোমনায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্রসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম অবৈধ অস্ত্র মজুদের খবর পেয়ে হোমনা থানাকে অবহিত করে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ডুমুরিয়া গ্রামের জামাল মিয়ার বসতঘরের সামনে অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা হয়। আটকরা হলেন- ডুমুরিয়া গ্রামের আলিফ (১৯), জসীম (২৮), রাকিব (১৯), ইয়ামিন (২০) ও মেহেদী (১৯)।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামাল মিয়ার বসতঘরের পাশে একটি গোয়াল ঘরে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার শাবল, লোহার পাইপ, চেইন হুইল ও একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র।
এ বিষয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং আটক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.