প্রভাত অর্থনীতি: এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাদের ১৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে হিউম্যান রিসোর্স ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরটিডিসি) আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। অনুষ্ঠানে এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরী, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) ফসয়ল আহমেদ উপস্থিত ছিলেন। ।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক কর্মকর্তাদের সর্বদা আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করে দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে কর্পোরেট সুশাসন ও সর্বোচ্চ নৈতিক মানদ- বজায় রাখা আবশ্যক। ব্যাংকিং খাতে টেকসই উন্নয়নের জন্য সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি এবং নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে পরিবর্তনশীল আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।