সুমাইয়া আক্তার, জাবি : শেরপুরের ঝিনাইগাতীতে (শেরপুর – ৩) নির্বাচনী ইশতেহার পাঠকে কেন্দ্র করে সংঘর্ষে জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির।
বিএনপির বিরুদ্ধে দায়ের অভিযোগ তুলে বুধবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। মিছিলে অংশগ্রহণকারীরা নির্বাচন কমিশনের ভূমিকা, সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে নানা স্লোগান দেন।
বিক্ষোভকালে শাখা শিবিরের সদস্য ফেরদৌস আল হাসান বলেন, দেশের রাজনীতিতে সহিংসতার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিএনপির প্রতি দলীয় শৃঙ্খলা নিশ্চিত করার আহ্বান জানান এবং দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী ব্যবস্থার প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
এ সময় বক্তব্যে শাখা শিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের পরও দেশে সহিংস রাজনীতির চর্চা দুঃখজনক। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল জনম্যান্ডেটের ওপর আস্থা না রেখে পুরোনো সহিংস ধারায় ফিরে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড অব্যাহত থাকলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। তিনি নিহত জামায়াত নেতার হত্যার দ্রুত বিচার এবং হামলায় সংশ্লিষ্টতা থাকলে প্রার্থিতা বাতিলের দাবি জানান। বিক্ষোভ শেষে ছাত্রশিবিরের নেতারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।