• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

এজবাস্টনে ২০ জুলাই খেলবেন ভারত এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

প্রভাত স্পোর্টস : সাম্প্রতিক উত্তেজনায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটারদের কেউ কেউ। তবে মাস তিনেক পরই দুই শত্রু দেশের সাবেক ক্রিকেটাররা বাইশগজে মুখোমুখি হচ্ছেন। ম্যাচটি হওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের এজবাস্টনে।
আগামী ২০ জুলাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ম্যাচে মুখোমুখি হবেন ভারত এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা। ভারতের হয়ে খেলার কথা হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না, ইরফান পাঠানদের মতো সাবেকদের। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের নেতৃত্বে থাকবেন সম্ভবত আফ্রিদি।
ভারত-পাকিস্তানের সংঘাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে সামরিক সংঘর্ষের পর খেলার মাঠে দু’দেশ এই প্রথম মুখোমুখি হচ্ছে না। গত ২৪ মে জুনিয়র ডেভিস কাপে (অনূর্ধ্ব-১৬) লড়াই হয়েছে দু’দেশের। পাকিস্তানকে টেনিস কোর্টের সেই লড়াইয়ে হারিয়েছিল ভারত। সেই ম্যাচের পর পাকিস্তানের এক খেলোয়াড় ভারতের খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করে। এ ছাড়া আগামী ৫ অক্টোবর কলম্বোয় নারীদের একদিনের বিশ্বকাপের ম্যাচেও মুখোমুখি হওয়ার কথা দু’দেশের।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচ নিরপেক্ষ ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকনইফোর এক প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও