• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জোকোভিচ

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
ছবি সংগৃহীত

প্রভাত স্পোর্টস : উইম্বলডনে প্রথম রাউন্ডে আলেক্সান্দ্রে মুলারকে ৬-১, ৬-৭ (৭/৯), ৬-২, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচভ। ফিলিপাইনের আলেক্সান্দ্রা এয়ালাকে ৩-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মেয়েদের এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বারবারা ক্রেইচিকোভা। ইউক্রেনের দায়ানা ইসত্রেমেস্কার কাছে ৭-৬ (৭/৩), ৬-১ গেমে হেরে বিদায় নিয়েছেন গত মাসে ফ্রেঞ্চ ওপেনজয়ী কোকো গফ।
উইম্বলডনে মেয়েদের এককে দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গফ মঙ্গলবার প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। র‌্যাঙ্কিংয়ে ৪২তম ইউক্রেনের দায়ানা ইসত্রেমেস্কার কাছে মাত্র ৭৮ মিনিটের লড়াইয়ে ৭–৬ (৭/৩), ৬–১ গেমে হেরেছেন গত মাসে ফ্রেঞ্চ ওপেনজয়ী গফ।
বিদায়বেলায় অশ্রুসিক্ত গফ স্বীকার করেন, ফ্রেঞ্চ ওপেনে ক্লে কোর্ট থেকে উইম্বলডনের ঘাসের কোর্টে ভালোভাবে মানিয়ে নিতে পারেননি। গফের বিদায়ের মধ্য দিয়ে একটি অপ্রত্যাশিত রেকর্ডও হয়েছে। উইম্বলডনের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ছেলে ও মেয়েদের একক মিলিয়ে শীর্ষ ১০ বাছাইয়ের মধ্যে চারজন বিদায় নিলেন প্রথম রাউন্ড থেকে।
এর আগে ছেলেদের তৃতীয় বাছাই আলেক্সান্দার জভেরেভ, মেয়েদের তৃতীয় বাছাই জেসিকা পেগুলা এবং মেয়েদের পঞ্চম বাছাই ও অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের ঝেং কিনওয়েনও হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন।
রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের খোঁজে সেন্টার কোর্টে নামা সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ অবশ্য উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। র‌্যাঙ্কিংয়ে ৪১তম ফ্রান্সের আলেক্সান্দ্রে মুলারকে প্রথম রাউন্ডে ৬–১, ৬–৭ (৭/৯), ৬–২, ৬–২ গেমে হারিয়েছেন সার্বিয়ান এই ষষ্ঠ বাছাই। দ্বিতীয় সেটের খেলা চলাকালে পেটের ব্যথায় ভুগেছেন জোকোভিচ এবং জয়ের পর স্বীকার করেন, ম্যাচটি তাঁর জন্য কঠিন হয়ে উঠেছিল। নিজস্ব ব্র্যান্ডের ইলেকট্রোলাইট পানীয়র সঙ্গে ওষুধ খাওয়ার পর ছন্দে ফেরেন ছেলেদের এককে রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি।
জয়ের পর জোকোভিচ বলেছেন, ‘একটি সেটে নিজের সেরাটা অনুভব করার পর ৪৫ মিনিটের জন্য সবচেয়ে বাজে অনুভূতির মধ্যে ছিলাম। এটা পেটের পীড়া কি না, তা আমি জানি না। এটা নিয়ে আমি ভুগেছি। তবে চিকিৎসকের দেয়া অলৌকিক ওষুধ খাওয়ার পর শক্তি ফিরে পেয়েছি এবং ম্যাচটা ভালোভাবে শেষ করতে পেরেছি।’ পরের ম্যাচ নিয়ে জোকোভিচ বলেছেন, ‘টুর্নামেন্ট কেবল শুরু হলো। দারুণ কিছু খেলোয়াড় আছে ড্রয়ে। পরের রাউন্ডে আমার প্রতিপক্ষ ব্রিটন। এটা কঠিন হবে।’
মেয়েদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বারবারা ক্রেইচিকোভা ফিলিপাইনের আলেক্সান্দ্রা এয়ালাকে ৩–৬, ৬–২, ৬–১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। গত বছর উইম্বলডনের ফাইনাল জয়ের পর বেশ বাজে সময় কেটেছে চেক তারকার। পিঠে চোট পাওয়ায় গত মে মাস পর্যন্ত কোর্টের বাইরে ছিলেন। চোটের কারণে গত সপ্তাহে ইস্টবোর্ন ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেও নিজেকে সরিয়ে নেন। এ বছর মাত্র ৬টি ম্যাচ খেলে উইম্বলডনে এসেছেন এই ১৭তম বাছাই।
ছেলেদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় ইয়ানিক সিনার ১ ঘণ্টা ৪৮ মিনিটে তাঁর ইতালিয়ান স্বদেশি লুকা নার্দিকে ৬–৪, ৬–৩, ৬–০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মেয়েদের পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী পোল্যান্ডের ইগা সোয়াতেকও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তাঁর কাছে ৭–৫, ৬–১ গেমে হেরেছেন রাশিয়ার পলিনা কুদেরমেতোভা।
দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা প্রথম রাউন্ডে সরাসরি (৬–৩, ৬–১) সেটে হেরেছেন যুক্তরাষ্ট্রের এমা নাভারোর কাছে। ৩৫ বছর বয়সী কেভিতোভার এটাই শেষ উইম্বলডন টুর্নামেন্ট। ছেলেদের চতুর্থ বাছাই জ্যাক ড্রাপার ও পঞ্চম বাছাই টেইলর ফ্রিৎজও নিজ নিজ ম্যাচ জিতেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও