• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি

যেসব শব্দ লিখলে অদ্ভুত কাণ্ড ঘটে গুগলে

প্রভাত রিপোর্ট / ২১ বার
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। দৈনন্দিন নানা প্রয়োজনে আমরা গুগল সার্চ ব্যবহার করে থাকি। এটি ব্যবহার করে যে কোনো বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যায়। তবে এমন কিছু শব্দ রয়েছে যেটা লিখে গুগলে সার্চ করলে স্ক্রিনজুড়ে এমন কাণ্ড ঘটবে যা দেখলে অবাক হয়ে যাবেন নিশ্চিত। চলুন জেনে নেওয়া যাক এই শব্দগুলো কী কী।

এই তালিকার প্রথম শব্দটি হল ‘ড্রপ বিয়ার’। গুগলে এই শব্দটি টাইপ করার সঙ্গে সঙ্গেই আপনার স্ক্রিনে একটি ভালুকের আইকন দেখা যাবে। এই আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই একটি পেজ খুলবে যেখানে ভালুকটি দ্রুত গতিতে নিচের দিকের পড়তে থাকবে। ভালুকটি পড়ে যাওয়ার পর কেঁপে উঠবে গোটা স্ক্রিন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। দৈনন্দিন নানা প্রয়োজনে আমরা গুগল সার্চ ব্যবহার করে থাকি। এটি ব্যবহার করে যে কোনো বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যায়। তবে এমন কিছু শব্দ রয়েছে যেটা লিখে গুগলে সার্চ করলে স্ক্রিনজুড়ে এমন কাণ্ড ঘটবে যা দেখলে অবাক হয়ে যাবেন নিশ্চিত। চলুন জেনে নেওয়া যাক এই শব্দগুলো কী কী।

এই তালিকার প্রথম শব্দটি হল ‘ড্রপ বিয়ার’। গুগলে এই শব্দটি টাইপ করার সঙ্গে সঙ্গেই আপনার স্ক্রিনে একটি ভালুকের আইকন দেখা যাবে। এই আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই একটি পেজ খুলবে যেখানে ভালুকটি দ্রুত গতিতে নিচের দিকের পড়তে থাকবে। ভালুকটি পড়ে যাওয়ার পর কেঁপে উঠবে গোটা স্ক্রিন।

গুগলে চিক্সুলুব (Chixuclub) শব্দটি সার্চ করার সঙ্গে সঙ্গেই উলকার মতো জ্বলন্ত পাথর ধেয়ে আসবে স্ক্রিনের দিকে। পাথর পড়ার পরে স্ক্রিন কাঁপতে শুরু করবে। বেশ কিছুক্ষণ ধরে স্ক্রিন কাঁপবে। সেই সময়ে ফোন ব্যবহার করা যাবে না।

ডার্ট মিশন
এই তালিকায় আরো একটি সংযোজন ডার্ট মিশন। এই শব্দ দিয়ে সার্চ করলে উপর দিকে থেকে ভেসে আসবে একটি কৃত্রিম উপগ্রহ। সঙ্গে সঙ্গেই মোবাইলের স্ক্রিনটি বাদিকে হেলে যাবে। যতক্ষণ পর্যন্ত না ওই উইন্ডো বন্ধ করা হয়, ততক্ষণ ওইভাবে বেঁকে থাকবে। উল্লেখ্য, এই ডার্ট মিশন হল নাসার একটি বিখ্যাত মহাকাশ অভিযান।

লাস্ট অফ আস
লাস্ট অফ আস লিখে সার্চ করলেই একটি নতুন পেজ খুলবে। এই পেজের নিচে আপনি একটি মাশরুম দেখতে পাবেন। এই মাশরুমটি ক্লিক করলে স্ক্রিনে ছত্রাক দেখা দিতে শুরু করবে। যতবার স্ক্রিনে ক্লিক করবেন ছত্রাক তত বেশি বৃদ্ধি পাবে। তবে এই শব্দগুলো লিখে সার্চ করলেও হ্যাক হওয়ার সম্ভাবনা সেভাবে নেই।

গুগলে চিক্সুলুব (Chixuclub) শব্দটি সার্চ করার সঙ্গে সঙ্গেই উলকার মতো জ্বলন্ত পাথর ধেয়ে আসবে স্ক্রিনের দিকে। পাথর পড়ার পরে স্ক্রিন কাঁপতে শুরু করবে। বেশ কিছুক্ষণ ধরে স্ক্রিন কাঁপবে। সেই সময়ে ফোন ব্যবহার করা যাবে না।

ডার্ট মিশন
এই তালিকায় আরো একটি সংযোজন ডার্ট মিশন। এই শব্দ দিয়ে সার্চ করলে উপর দিকে থেকে ভেসে আসবে একটি কৃত্রিম উপগ্রহ। সঙ্গে সঙ্গেই মোবাইলের স্ক্রিনটি বাদিকে হেলে যাবে। যতক্ষণ পর্যন্ত না ওই উইন্ডো বন্ধ করা হয়, ততক্ষণ ওইভাবে বেঁকে থাকবে। উল্লেখ্য, এই ডার্ট মিশন হল নাসার একটি বিখ্যাত মহাকাশ অভিযান।

লাস্ট অফ আস
লাস্ট অফ আস লিখে সার্চ করলেই একটি নতুন পেজ খুলবে। এই পেজের নিচে আপনি একটি মাশরুম দেখতে পাবেন। এই মাশরুমটি ক্লিক করলে স্ক্রিনে ছত্রাক দেখা দিতে শুরু করবে। যতবার স্ক্রিনে ক্লিক করবেন ছত্রাক তত বেশি বৃদ্ধি পাবে। তবে এই শব্দগুলো লিখে সার্চ করলেও হ্যাক হওয়ার সম্ভাবনা সেভাবে নেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও