• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান
টিকাটুলিতে অগ্নিকাণ্ড

কেমিক্যালের তথ্য না পাওয়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয়

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
কেমিক্যালের তথ্য না পাওয়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন

প্রভাত রিপোর্ট: রাজধানীর টিকাটুলির হাটখোলায় একটি কেমিক্যালের গুদামে আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ওই ভবনের তৃতীয় তলায় কেমিক্যালের গুদামের তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার ফাইটারদের। বুধবার (২ জুলাই) সকালে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, টিকাটুলির হাটখোলার মামুন প্লাজায় ওই কেমিক্যালের গুদামে বুধবার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পাই আমরা। আমাদের সাতটি ইউনিট সেখানে যায় এবং চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনটি ইউনিট স্ট্যান্ডবাই ছিল। প্রায় দুই ঘণ্টা পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, ওই ভবনের তৃতীয় তলায় ওই গুদামে কী ধরনের কেমিক্যাল ছিল সেখানে উপস্থিত কেউ সে বিষয়ে ধারণা দিতে পারেনি। মালিকপক্ষের কেউ সেখানে ছিলেন না। তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। সেখানে ফোম এবং পানি দুটোই ব্যবহার করেছি আমরা। তিনি আরও বলেন, ওই ভবনের অন্যান্য ফ্লোরে অনেকগুলো পরিবার থাকে। প্রায় ৫২টি বাসা ছিল সেখানে। তাদের সেখান থেকে ঝুঁকি বিবেচনায় নিরাপদে নামিয়ে আনা হয়েছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও