• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

গ্রাহকদের জন্য গ্রামীণফোনে অফারের মেলা

প্রভাত রিপোর্ট / ৪৭ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

গ্রাহকদের জন্য ‘১.৩ ক্যাম্পেইন-১ নম্বর অফারের মেলা’ নামে ক্যাম্পেইন চালু করেছে গ্রামীণফোন। ক্যাম্পেইনটি ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ৭ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে।
‘১.৩ ক্যাম্পেইন-১ নম্বর অফারের মেলা’র আওতায় গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা প্রদান করতে কিছু আকর্ষণীয় অফার এনেছে গ্রামীণফোন। এয়ার টিকেট, ১০০% ক্যাশব্যাক, জিপিফাই-য়ে ৬০ শতাংশের বেশি ছাড়ের মতো অনন্য অফার থেকে শুরু করে গ্রাহকরা উপভোগ করতে পারবেন নির্দিষ্ট রিচার্জ এমাউন্টে এক্সক্লুসিভ অফার, ক্যাশব্যাক, ভাউচার, মার্চেন্ডাইজ এবং নতুন সিম অফার।

যেকোনো অফারের মাধ্যমে, গ্রাহকরা পাবেন কিছু না কিছু জেতার সুযোগ, ফলে ‘১ নম্বর অফারের মেলা’ হয়ে উঠেছে আরো রোমাঞ্চকর ও আকর্ষণীয়। এছাড়া যারা জিডিএল, নোকিয়া বা আইটেল ফোন কিনবেন তারা পাবেন বোনাস ডাটা যা ডিজিটাল সেবার সুযোগকে আরও বাড়িয়ে তুলবে।

কেবল সংযোগই নয়, এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা তাদের দৈনন্দিন কেনাকাটায়ও পাবেন বাড়তি সুবিধা। শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপের অংশ হিসেবে গ্রাহকরা স্বপ্ন, চালডাল, ঘরের বাজার, আস্থা ফুড এবং যোগান থেকে গ্রোসারি কেনাকাটায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। সহজ ও সাশ্রয়ী কেনাকাটার মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনধারাকে আরো সমৃদ্ধ করে তুলতেই এই উদ্যোগ।

এছাড়া ৯৯৮ টাকা রিচার্জে সুমাশ টেক-এর বিশেষ গিফট, পাঠাও’র ডিসকাউন্ট কুপন, শেয়ারট্রিপ’র সেবায় বিশেষ সেভিংসের মত সুবিধাগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে ক্যাশব্যাক ও আকর্ষণীয় নানা ডিল।

জিপিস্টার গ্রাহকদের জন্য এই ক্যাম্পেইনে থাকছে লয়েলটি স্ট্যাটাস আপগ্রেডের বিশেষ সুযোগ। নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে গ্রাহকরা তাদের লয়ালটি স্ট্যাটাস আপগ্রেড করতে পারবেন। ৮৯৯ টাকা রিচার্জে গোল্ড স্ট্যাটাস এবং ৯৯৮ টাকা রিচার্জে প্লাটিনাম স্ট্যাটাস পাবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোন সবসময় গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে সংকল্পবদ্ধ যা তাদের ডিজিটাল জীবনধারাকে আরও সমৃদ্ধ এবং দৈনন্দিন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করে। ‘১.৩ ক্যাম্পেইন’শুধুমাত্র একটি আকর্ষণীয় অফারের সমাহার নয়, এটি গ্রাহককেন্দ্রিকতার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন- যেখানে গ্রাহকরা আরও সহজে সংযোগ পাবেন, আরও বেশি সুবিধা উপভোগ করতে পারবেন এবং তাদের ডিজিটাল যাত্রা হবে আরও আনন্দদায়ক। প্রতিনিয়ত উদ্ভাবন ও সেরা সেবা প্রদান করা অব্যাহত রাখার পাশাপাশি আমাদের লক্ষ্য হচ্ছে সংযোগকে আরো অন্তর্ভুক্তিমূলক ও সকলের জন্য অর্থবহ করে তোলা।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও