• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্র ব্যর্থ, আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে— ১০০তম জন্মদিনে বললেন মাহাথির ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে যমুনায় পানি বাড়ছে, বিপাকে নদীপাড়ের মানুষ রোমাঞ্চকর লড়াইয়ে জিতল রংপুর রাইডার্স নোয়াখালীতে পানিবন্দি ৪২ হাজার পরিবার, ক্ষতিগ্রস্ত ২ লাখ মানুষ সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও তিন সন্তান দগ্ধ শুল্কের কিছু বিষয়ে অমীমাংসিত রেখেই শেষ হলো দ্বিতীয় দিনের আলোচনা ভয়াবহ রূপ নিয়েছে ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট প্রশ্ন, স্বল্প সময়ের মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব কিনা দেশের অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী রাজধানীর কাঁচাবাজারে ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮.৯ শতাংশ

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৮ দশমিক ৯ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭২৫ কেন্দ্রে ৯ হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হন ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন শিক্ষার্থী। এই বোর্ডে মোট পাসের হার ৬৮ দশমকি ০৯ শতাংশ। এছাড়া এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর ফলাফলে পাসের গড় হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও