• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ব্যবসায়ীকে হত্যা, ২ নেতাকে আজীবন বহিষ্কার করলো যুবদল সব হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি রাজধানীতে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, চট্টগ্রামে বিক্ষোভ ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিটফোর্ডে শতাধিক লোকের সামনে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পেয়ে তাক লাগিয়ে দিলো নিবিড় আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সরব হোন, কাউকে ছাড় নয়: নাহিদ ইসলাম

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আপনারা কাউকে ছাড় দেবেন না। আপনার এলাকার চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে আপনাদের সরব হতে হবে। দলমত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সরব হতে হবে।’তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। সরকার যদি এক বছরেও সেটা দিতে ব্যর্থ হয় এবং সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তবে সারা দেশে আমরা ছাত্র-জনতা আবার মাঠ নামব।’ তিনি আরো বলেন, ‘নতুন করে দেশ গড়তে হলে ফ্যাসিস্ট গ্রুপে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং দেশের একটি নতুন সংবিধান প্রয়োজন। আমাদের যে কোনো দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষের রাজনীতি দাঁড় করাতে হবে।’
গতকাল বৃহস্পতিবার মাগুরায় জুলাই পদযাত্রা শেষে শহরের ভায়নার মোড়ে অনুষ্ঠিত দলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার ১০ জন শহিদ হয়েছেন। একটি নতুন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য, বৈষম্যহীন, গণতান্ত্রিক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্যই আমাদের এই লড়াই।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেত্রী তাসনিম জারা, সামান্তা শারমীন প্রমুখ। এর আগে পদযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে সমাবেশে মিলিত হয়। পদযাত্রায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এরপর এনসিপি নেতৃবৃন্দ নড়াইল জেলার উদ্দেশ্যে রওনা দেন।

‘অনেকেই এখন গণঅভ্যুত্থানকে স্বীকার করতে চায় না’

পদযাত্রাটি নড়াইলে এসে শহরের পুরাতন বাস টার্মিনালের মুক্ত মঞ্চে পথসভায় মিলিত হয়। এখানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই শহিদ ও আহতদের আমরা সম্মান দেখাতে পারিনি। আমাদের স্বপ্ন ছিল দলমত নির্বিশেষে নতুন করে দেশ গড়ব। কিন্তু আমরা আস্থা রাখতে পারিনি। অনেকেই এখন গণঅভ্যুত্থানকে স্বীকার করতে চায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই, মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমাদের ছেলেরা চাকরি পাবে। দেশে কোনো অন্যায় দুর্নীতি থাকবে না। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস থেকে দেশকে মুক্তি দিতে চাই।

আপনাদের রিমোট কন্ট্রোল কাদের হাতে তা জানি, ইসিকে হাসনাত

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা শুনেছি নির্বাচন কমিশনাররা দিনের ভোট রাতে করেছে। পুলিশ ও সেনাবাহিনীকে সাক্ষী রেখে ভোট কেটেছে। সেই নির্বাচন কমিশনার হুদার অবস্থা কী তা আপনারা জানেন। জুতার মালা গলায় নিয়ে কারাগারে গিয়েছে। আমরা শুনছি, শাপলা প্রতীক আমাদের দেওয়া হবে না। নির্বাচন কমিশন মিটিং করার আগেই কীভাবে এই খবর প্রচার হলো? ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে। আপনাদের রিমোট কন্ট্রোল কাদের হাতে তা আমরা জানি।’
এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়ক এম শাব্বির আহম্মেদের সভাপতিত্বে সভায় এনসিপি নেতা সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী, মোল্যা রহমত উল্লাহ, মাহমুদা সুলতানা রিমিসহ অন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে পদযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যশোরের উদ্দেশ্যে যাত্রা করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও