জুয়েল রানা,কালিয়াকৈর: ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী আফসান ওহির মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল। কিন্তুু যাত্রাপথে আরেকটি দুঃসংবাদ ঘটে গেল।গত সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটি হঠাৎ করেই দিক হারিয়ে রাস্তার মাঝে বিভাজন স্থানে ধাক্কা খায়। এ সময় গাড়িতে থাকা চালক সহ মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহবাহী গাড়ি উল্টে গেলে কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মরদেহটি অন্য একটি পরিবহনে গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।