• শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মিটিং ভালো হয়েছে, আতিথেয়তার জন্য বিসিবিকে ধন্যবাদ : নাকভি গোপালগঞ্জে হামলার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ শিশু একাডেমি ভেঙে ফেলার প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএনপির স্বার্থ ক্ষুন্ন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়টি অবান্তর : বাণিজ্য উপদেষ্টা আদেশ-নির্দেশ অমান্য করলে সরকারি চাকরিজীবীরা বরখাস্ত হবেন গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে বাগেরহাটে শ্বশুর বাড়ির লোকজনের মারপিটে যুবদল নেতার মৃত্যু উন্নয়ন শুধু ঢাকায় নয়, প্রত্যেকটি জেলায় সমানভাবে করতে হবে : নাহিদ ইসলাম মব কালচার মানুষের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করছে: রিজভী

নাটোরে ট্রাক – মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ৬

প্রভাত রিপোর্ট / ১১ বার
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

প্রভাত সংবাদদাতা,নাটোর : নাটোরে বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে শুধু মাইক্রোবাসের চালকের নাম জানা গেছে। তাঁর নাম রুবেল হোসেন (৩২)। বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। হতাহত ব্যক্তিরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আইড়মারী এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন। গুরুতর আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান নামের একজন বলেন, মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে অতিক্রম করছিল। তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হতাহত ব্যক্তিরা মাইক্রোবাসের আরোহী ছিলেন। তাঁদের সবার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও