• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা যাবে না: বিক্রম মিশ্রি চুরি যাওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে বাংলাদেশ প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় কারাবন্দিদের জন্য ঈদে পোলাও মাংস, স্বজনদের ফুল দিয়ে বরণ ডেমরায় বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় লিপিকে ঈদের ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে বিআরটিএ নেত্রকোণার ভ্রাম্যমান আদালত ঈদের ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে বিআরটিএ নেত্রকোণার ভ্রাম্যমান আদালত ঈদ পরবর্তী নেত্রকোণা বিআরটিএ ও পুলিশের যৌথ অভিযান

নাজিরপুরে রাতের আঁধারে ব্রিজ খুলে নেয়ার অভিযোগ

প্রভাত রিপোর্ট / ৩৮ বার
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫

মোঃ বাবুল সেখ, পিরোজপুর : পিরোজপুর নাজিরপুর উপজেলায় রাতের আঁধারে ব্রিজ খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ওই বিএনপি নেতা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সাফায়েত শাহীন।
সোমবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের হামিদীয় কারিমিয়া জামে মসজিদ সংলগ্ন খালের উপর একটি আয়রন ব্রীজ রাতের আধাঁরে ওই বিএনপি নেতার নেতৃত্বে তার সহয়োগীদের নিয়ে ডালাইয়ের মালামাল খুলে নেওয়ার অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির শুধু ফ্রেমটি দাড়িয়ে রয়েছে কাকতারুয়ার মত। পাশেই রয়েছে তিনটি বস্তা বরা ইটের খোয়া। দূর থেকে দেখলে মনে হয় কয়েক বছর আগের ভাঙ্গুর অবস্থায় পরে থাকা একটি লোহার ফ্রেম।
স্থানীয়রা জানান, দুই দিন আগেও ব্রিজটি দিয়ে পারাপার হয়েছেন তারা। গত রাতে ব্রিজটি ভেঙে নেয় বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে। এসময় দু-চার জনকে চিনতে পারে তারা বাকিদের তারা চিনতে পারেনি। তবে তারা ধারণা করেছে ২৫-৩০ জনের একটি দল ব্রিজটি ভাঙার কাজে নিয়েজিত ছিলো।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম হেকমত বলেন, রাতের আঁধারে শাহীন নামের এক বিএনপি নেতা তার দলবল নিয়ে আয়রন ব্রিজের মালামাল খুলে নিয়ে যাচ্ছে, আমি শুনে স্থানীয়দের নিয়ে রাতভর পাহারা দেই, তবে শুনেছি এখানে একটি ত্রানের ব্রিজ বরাদ্দ হয়েছে, কিন্তু ব্রীজের কাজ শুরু করার আগেই রাতের আঁধারে ব্রিজ খুলে নিয়ে যায়,আমরা ইউনিয় পরিষদ এ বিষয়ে অবগত নই। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল জানান, ঘটনাটি শুনেছি, সদস্য সচিবকে তদন্ত করার জন্য বলা হয়েছে, তদন্তে সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে ওই ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দু:খজনক, বিষয়টি আমি শুনেছি, ওই এলাকার ইউপি সদস্যকে দেখার জন্য বলেছি।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘটনাটি শুনেছি এখানও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীন বলেন, আমি গত দুইদিন আগে ঢাকায় এসেছি, ওই ব্রীজের মালামাল চুরির তো দুরের কথা, বিষয়টি আমি জানি না, আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আপনাদের মাধ্যমে তাদের বিচার চাই, কেউ যদি আমার নামে নোংড়ামি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও