প্রভাত রিপোর্ট: ১৩ বছর পর দ্বিতীয়বারের মতো নারী কাবাডি বিশ্বকাপ ৩-১০ আগস্ট ভারতের হায়দরাবাদে হওয়ার কথা ছিল। এই আসরের জন্য রুপালি সিনিয়রকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করার এক ঘণ্টা পরই টুর্নামেন্ট স্থগিতের খবর আসে!
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের কাবাডি নারী দলে অনেক খেলোয়াড় অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। তেমনি একজন হচ্ছে সিনিয়র রুপালি। এ বিশ্বকাপের মাঝেই সে কাবাডিকে বিদায় জানাবে। অধিনায়ক করে আমরা তাকে সম্মানিত করতে চাই।’
বাংলাদেশ নারী কাবাডি দলের সদস্যরা হচ্ছেন রুপালি (সিনিয়র) (অধিনায়ক), শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, মোছা. স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), দিশা মনি সরকার, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, তাহরিম, মোছা. ইসরাত জাহান সাদিকা, আঞ্জুআরা রাত্রি, স্ট্যান্ড বাই প্লেয়ার লাকি আক্তার। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন দল ঘোষণা করলেও দুঃখের বিষয় হচ্ছে স্থগিত হয়েছে নারী কাবাডি বিশ্বকাপ। শনিবার (২৬ জুলাই) বিকেল তিনটা দশ মিনিটে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাছে পাঠানো মেইলে জানানো হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো টিম কন্টিনজেন্ট বিবরণ সময়মতো জমা না দেয়ার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে সময় লেগেছে। এর ফলে নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপের নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২০ বছরের জন্য গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনুকূলে লিজ প্রদান করেছে। এ প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স কাবাডি ফেডারেশনকে লিজ প্রদান করেছি। তারা আগ্রহী ছিল। তাই তাদেরকে দেওয়া হয়েছে। যে কোনও ফেডারেশন এরকম ক্রীড়া কমপ্লেক্স করার জন্য আবেদন করলে আমরা ঢাকার বাইরে দিতে আগ্রহী। ইতিবাচক ধারণা নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নেতিবাচক ধারণা আমাদের পিছিয়ে দেয়।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়রা পাবেন মাসিক বেতন। প্রাথমিকভাবে বাহরাইনে অনুষ্ঠিতব্য ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৮ কাবাডি দলের ২০ জন সদস্যকে এই মাসিক বেতনের আওতায় আনা হচ্ছে।’ এছাড়া তারুণ্যের উৎসবকে সামনে রেখে দেশের সব জেলার অংশগ্রহণে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ।