• শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব বাংলাদেশের শুল্ক হ্রাসে ভারতের পোশাক খাতের শেয়ারে ধস ‘মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব’ জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান শাহবাগে অবরোধকারীদের ওপর ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, দুই পক্ষকেই পুলিশের লাঠিচার্জ ৮ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: পুলিশ এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি : সালাহউদ্দিন শুল্কের হার কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য ‘সন্তোষজনক অবস্থা’

‘কথা ক’ র‍্যাপারের কণ্ঠে জুলাই বিপ্লব নিয়ে ক্ষোভ

প্রভাত রিপোর্ট / ১৮ বার
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

প্রভাত বিনোদন : জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনকে বেগবান করতে র‍্যাপার সেজানের ‘কথা ক’ শিরোনামের গানটি অগ্রণী ভূমিকা পালন করে। সেসময় এই গানটির জন্য ব্যাপক প্রশংসিত হন তিনি। তবে এবার অনেকটা ক্ষোভ নিয়ে জানালেন, জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শো-এর ব্যাপারে তার সঙ্গে আর যেন যোগাযোগ করা না হয়। ২৭ জুলাই এই র‍্যাপার নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনও শো-এর ব্যপারে আমার সাথে কোনও যোগাযোগ করবেন না।’
এরপর তিনি লিখেছেন, ‘আন্দোলনে ছাত্রজনতার সমর্থনে সর্বপ্রথম দাঁড়ায় বাংলাদেশ হিপহপ কমিউনিটির র‍্যাপাররা। আমাদের গ্রাফিতি আর্টিস্টরাও সেখানে মুখ্য ভুমিকা রাখে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই জুলাই সম্পর্কিত যেসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে র‍্যাপ বা হিপহপ আর্টিস্টদের প্রাধান্য নেই বললেই চলে। আমরা কিছু জায়গায় পারফর্ম করেছি। অধিকাংশ জায়গায় মনে হয়েছে, আমরা জোর করে আসছি। বাকিদের কথা সবাই প্রায় ভুলেই গেছে। অথচ আমি মনে করি, হিপহপ আর্টিস্টদের একটা বড় লাইন আপ রাখা যায় প্রত্যেক শোতেই। অনেক জায়গায় কয়েকজনকে রাখা হলেও নামমাত্র সম্মান ও সম্মানী অফার করা হয় অন্যান্য ব্যান্ড বা শিল্পীদের তুলনায়। বাংলাদেশে হিপহপ এখন মুলধারার সংস্কৃতি হওয়া সত্ত্বেও, যথাযথ সম্মানটা পায় না এখনও।’
সেজান লিখেছেন, ‘যেসব শোগুলাতে আমি কথা দিয়ছি, সেগুলো শেষ করার পর প্রোপার লাইনআপ মেইনটেইন করে আমাকে ডাকবেন। আর শোতে আর্টিস্টের প্রোপার প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যথায় অযথা নিজের ও আমার সময় নষ্ট করবেন না কেউ আশা করি।’
একদম শেষে তিনি র‍্যাপ সংগীতের ঢঙে লিখেছেন, ‘ক্ষ্যাপা গানের আর্টিস্ট আমরা, ক্ষ্যাপ আর্টিস্ট না। রেস্পেক্ট ছাড়া যারেই পাবি, র‍্যাপ আর্টিস্ট না।’
বলা প্রয়োজন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গাওয়া সেজানের ‘কথা ক’ গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে দুই নম্বরে উঠে আসে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও