• শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব বাংলাদেশের শুল্ক হ্রাসে ভারতের পোশাক খাতের শেয়ারে ধস ‘মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব’ জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান শাহবাগে অবরোধকারীদের ওপর ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, দুই পক্ষকেই পুলিশের লাঠিচার্জ ৮ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: পুলিশ এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি : সালাহউদ্দিন শুল্কের হার কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য ‘সন্তোষজনক অবস্থা’

এগুলো সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান

প্রভাত রিপোর্ট / ১৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

প্রভাত বিনোদন: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে নানা ধরনের মনগড়া ছবি ও ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কারণে বিড়ম্বনায় পড়ছেন শোবিজ তারকারা। বিশেষ করে দেশের নারীশিল্পীদের ক্ষেত্রে এটি বেশি লক্ষ্য করা গেছে। বিগত বছরখানেক ধরে বিষয়টি মহামারি আকার ধারণ করেছে।
এবার এ এআই দিয়ে ছবি নির্মাণের বিষয়ে সরব হলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান। এক ফেসবুক স্ট্যাটাস অভিনেত্রী এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন করেছেন। সেইসঙ্গে যারা এসব কাজ করছেন তাদেরকেও সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাদিয়া ফেসবুকে লিখেছেন, ‘কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।’
আক্ষেপ করে অভিনেত্রী বলেন, ‘কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!’
সাদিয়া আরও লিখেছেন, ‘আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!’
সবশেষে অভিনেত্রীর অনুরোধ, ‘আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও