জুয়েল রানা,কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় সম্প্রতি ৯ টি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিএনপির ওয়ার্ড কমিটি গঠিত হচ্ছে। ইতোমধ্যেই কালিয়াকৈর পৌরসভার ১,২,৩,৫ ও ৯ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। পৌর বিএনপির আহবায়ক মামুদ সরকার ও সদস্য সচিব মোহসিন উজ্জামান স্বাক্ষরিত ওই ওয়ার্ড কমিটি গুলো অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটি গুলো গঠন করার পূর্বে পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সহ আহবায়ক কমিটির বেশিরভাগ নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুুতিমূলক কর্মীসভা সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই কালিয়াকৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে নব গঠিত ২ নং ওয়ার্ড কমিটির সমর্থনে আনন্দ মিছিল বের করা হয়। সভাপতি আব্দুল কুদ্দুস খান ও সাধারণ সম্পাদক সিকান্দার আলীর নেতৃত্বে আনন্দ মিছিলে বের করা হয়। এতে ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান,সাধারণ সম্পাদক সিকান্দার আলী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন সিকদার, সহ-সভাপতি আবু হানিফ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভবিষ্যতে কেন্দ্র হতে যে সকল কর্মসূচি ঘোষণা করা হবে ২ নম্বর ওয়ার্ডের সকল জনগণকে সাথে নিয়ে সকল কর্মসূচি সফল করা হবে। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
এবং ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর হাত কে শক্তিশালী করার লক্ষ্যে সম্ভব সবকিছু করা হবে।