• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হোমনা-মেঘনা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবি বিএনপির আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব বাংলাদেশের শুল্ক হ্রাসে ভারতের পোশাক খাতের শেয়ারে ধস ‘মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব’ জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান শাহবাগে অবরোধকারীদের ওপর ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, দুই পক্ষকেই পুলিশের লাঠিচার্জ ৮ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: পুলিশ এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট ঘোষণা সরকারের তরফ থেকে পাইনি : সালাহউদ্দিন

দশমিনায় ১৭ বছর পর দিগন্ত সড়ক পূনঃসংস্কার

প্রভাত রিপোর্ট / ১১ বার
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা, দশমিনা : পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের ইউনিয়ন পরিষদ সংলগ্ন দিগন্ত সড়কটিতে ১৭ বছর পর দেড় কিলোমিটার রাস্তায় ইট বিছানোর কাজ শেষ হয়। অবিরাম বর্ষন থাকার কারনে পিচ ঢালাই কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এই সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হওয়ায় এলাকাবাসী দিগন্ত সড়কে ধানের বীজ রোপন করে অভিনব কায়দায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে ছিল। সড়কটির দেড় কিলোমিটার ভাঙ্গা,খানাখন্দ ভরা ছিল। এছাড়া সড়কটি দীর্যদিন যাবত সংস্কার করা হয়নি।
উপজেলার সদর ইউনিয়ন পরিষদ থেকে বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দিগন্ত সড়ক মাত্র দেড় কিলোমিটার। সড়কটি দীর্ঘ ৭-৮ বছর আগে এলজিইডির অর্থায়নে পাকা করা হয়। সড়কটির বিভিন্ন স্থানে নালা, খানাখন্দ থাকায় লোকজন ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটিতে প্রায়ই দূর্ঘটনা ঘটে। এলাকার প্রায় ৫ হাজার বাসিন্দা ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কটি দিয়ে যাতায়াত করে থাকে। অথচ সড়টির ছিল বেহাল দশা। ২০১৮-২০১৯ ইং অর্থ বছরে এডিপির অর্থায়নে পটুয়াখালী জেলা পরিষদের বাস্তবায়নে সড়কটি সংস্কারের জন্য সাড়ে ৪ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়ে ছিল। সড়কটিতে নামফলক উন্মোচন করলেও সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হয়নি। তৎকালীন সময়ে জেলা পরিষদ বাস্তবায়নে এডিপি কর্তৃক বরাদ্দের টাকা কোন কাজে ব্যয় হয়েছে তার কোন খোজ পাওয়া যায়নি। এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচলে দূর্ভোগ লাগবে প্রশাসনের দ্বারস্থ হলে উপজেলা নির্বাহী প্রকৌশল অধিদপ্তর সড়কটি সংস্কারে উদ্যোগ নেয়। বর্তমানে রাস্তাটিতে ইট বিছানো হয়। বর্ষন থাকার কারনে পিচ ঢালাই কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও