• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জে হাদী দাউদ হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান ৫ আগস্ট উপলক্ষে পিরোজপুরে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তি কক্সবাজার সফরের বিষয়ে হাসনাত, সারজিসসহ এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই : সালাহউদ্দিন আহমদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত রাজউকের বোর্ড সভায় অংশগ্রহণে কর্মকর্তাদের সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

প্রভাত রিপোর্ট / ৫৬ বার
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

হাসিবুর রহমান, বাগেরহাট : জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাট জেলা যুবদলের বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকালে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে বগেরহাট শহরের নূরমসজিদের মোড় থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাজার ৪ রাস্তার মোড়ে জেলা বিএনপি আয়োজিত বিজয় র‌্যালিতে যোগদান করে। র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ সোমি বাদশা, মাসুদুজ্জামান মাসুদ,মোঃ সাইফুজ্জামান মনা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান প্রমূখ।
উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব-সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।
বক্তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের এখন থেকেই ঘরে ঘরে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের রায় নিয়ে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে একটি উন্নত, গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে— যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা।
সমাবেশে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক জাতির ওপর চেপে বসতে না পারে, সে লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদল নিরলসভাবে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও